Ads

সোমবার, ৩১ আগস্ট, ২০২০

🙂 অবাক ও মজার সাত ঘটনা 🙂

 আজ এমন ৭টি মজার বা অবাক করার কিছু  ঘটনা আপনাদের কাছে শেয়ার করলাম।


কেমন হল অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন 🙂🙂🙂


চলুন, শুরু করা যাক।


১) 


পৃথিবীতে অনেক দেশ আছে। তাদের কিছু নাম আমরা জানি।"The Gambia" আর "The Bahamas" এমন দুটি দেশ যাদের নামের আগে "The" কথাটি জুড়তেই হবে। আমাদের দেশের নাম India, কিন্তু The India নয়। বাকিটা Google Search করুন। বুঝতে পারবেন।😀😀😀


২) 


আমেরিকার সুপ্রিম কোর্টের যে বিল্ডিং তার একদম উপরতলায় একটি বাস্কেট বল খেলার জায়গা আছে। The Highest Court in The Land নামে বিখ্যাত।


৩) 


সুইজারল্যান্ডের বিজ্ঞান দিবস কবে পালিত হয়?

উত্তর:- ২৬শে মে। 

কারন কি জানেন? ২০০৬ সালে ২৬শে মে, এই দিনে তৎকালীন ভারতের রাষ্ট্রপতি ডঃ এ পি জে আব্দুল কালাম ঐ দেশে Visit করেছিলেন। আর ঐ দিনটিকে স্বরণীয় রাখতে এই ব‍্যবস্থা। সত‍্যিই, ভারতীয় হয়ে গর্বের দিন।💖💖💖


৪)


 দেখতে বড় বা  দৈর্ঘ্যে বড় এমন অনেক শব্দ আমরা মাঝে মাঝে দেখি। এগুলো পড়তে অনেকেই অসুবিধা বোধ করেন। এক কথায় "Fear of Long Word"।এরকম শব্দকে কি বলে জানেন? উত্তর হল

Hippopotomonstrosesquippedaliophobia. 

ভাবতে পারেন??? উচ্চারণ টা আপনাদের উপর ছেড়ে দিলাম।

🤔🤔🤔

৫) এনাকে চিনে রাখুন।



আজকাল জার্মানিতেও ক্রিকেট খেলা হচ্ছে। তাদের জাতীয় মহিলা ক্রিকেট টিমের Captain হলেন এক ভারতীয়।নাম অনুরাধা দোড্ডবল্লপুর। টি-২০টিতে ৪বলে ৪ টি উইকেট নেওয়ার রেকর্ড আছে। ইনি আবার কার্ডিও ভাস্কুলার বিজ্ঞানী। বতর্মানে ফ্রাঙ্কফুর্টে গবেষণার পাশাপাশি ক্রিকেট খেলাও চালিয়ে যাচ্ছেন।🙏🙏🙏


৬) ধরুন আপনি নিউজিল্যান্ডে থাকেন। কেউ যদি বলে নিউজিল্যান্ডের কোথায় থাকেন আর আপনি যদি বলেন 



Taumatawhakatangihangakoauauotamateaturipukakapikimaungahoronukupokaiwhenuakitanatahu তে থাকি। তাহলে সে দ্বিতীয় বার আর জিজ্ঞাসা করবে না এটুকু গ‍্যারান্টি।😱😱😱


৭)


 উত্তরপ্রদেশের জৌনপুর জেলার  একটি ছোট্ট গ্রাম হল মাধোপট্টি।৭৫টি পরিবারের বাস। এরমধ্যে ৪৭টি পরিবারের কোনো না কোনো সদস্য একজন IAS অফিসার। আর বাকিদের কেউ ISRO, কেউ ভাবা এটোমিক রিসার্চ সেন্টারে কর্মরত।

ভাবছি একবার ঘুরতে যাব। কিভাবে পড়াশোনা করে একবার দেখে আসব।🙋‍♂️🙋‍♂️🙋‍♂️



❤️❤️❤️ PLEASE SHARE & SUBSCRIBE ❤️❤️❤️


❤️❤️❤️ PLEASE SHARE & SUBSCRIBE ❤️❤️❤️

৪টি মন্তব্য: