Ads

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

মৃত্যু


 আজ দিনটার অনুভূতি একটু অন্যরকমের। মন খারাপের। বিষাদময়। জীবনের এই চিরসত‍্যটার সামনে আমাদের দাঁড়াতে হবে কোনো এক দিন আর সেই অমর সত‍্য হল "মৃত‍্যু"। বেশ কিছু দিন আগে আমার এক নিকট আত্মীয় মারা গেল। বয়স ৩৭-৩৮ হবে। চোখের সামনে তাঁর বাবা মায়ের করুণ আর্তনাদ দেখে পাষাণ হ্রদয় ও কেঁদে ওঠে। আজ আবার এক বন্ধুর শ্বশুরমশাইয়ের শোচনীয়  অবস্থা। সেই বন্ধুর স্ত্রী থেকে শুরু করে আত্মীয়স্বজন -সবার কথা শোনার পরে একটা কথাই মনে হল যে, আমরা খুবই অসহায়। জীবিতকালের সমস্ত উচ্ছ্বাস, আবেগ,চাওয়া পাওয়ার শেষ উপসংহার হল মৃত্যু। মৃত্যুর ঠিক আগের মুহূর্তটা সবার অজ্ঞাত। কোনো নির্দিষ্ট সিলেবাসের অন্তর্গত নয়। জীবনের শেষ প্রান্তে এক নীরব পরীক্ষা। জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেন এক নিঃশব্দ সারাংশ। সারাজীবনের সম্বলটুকুর ভাগীদার অনেকেই। কিন্তু মৃত্যু শুধু "একান্ত আপন"। 

আজ একটা কথা খুবই মনে পড়ছে। এটা আমার লেখার সাথে সাবলীল।


“ মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায় ”


-সমরেশ মজুমদার


মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

নাম দিয়া কাম ?

 ধড়ফড় করে বিছানা ছেড়ে উঠে বসলাম। কপাল ঘেমে উঠেছে। ঢকঢক করে জল খেয়ে একটু স্বস্তি পেলাম এবং বোধোদয় হল  এতক্ষণে যে আমি স্বপ্ন দেখছিলাম।

কি দেখেছিলাম? না মনে হয় খেয়েছিলাম। চড়!!! স্বপ্নে চড় খেয়েছ কোনদিন? 

আমি খেয়েছি। আমার প্রাইমারি স্কুলের শিক্ষক স্বপ্নে আমাকে মেরে গেলেন।

পড়া পারিনি বলে আমাকে পরের দিনের জন্য একটা হোম ওয়ার্ক দিয়েছিল। হোম ওয়ার্ক টা হল আমি স্কুল থেকে বাড়ি ফেরার পথে যতজন মানুষকে দেখবো তাদের সম্পর্কে  এক-দু লাইন লিখতে হবে নামসহ। মানে নাম সহ বাক‍্যরচনা ( তখন ক্লাস ফোর )


পরের দিন লিখে নিয়ে গেলাম। লেখা টা এমনই ছিল।


১) নাম- কুবের শেখ

বাক‍্যরচনা- আমাদের ইস্কুল মাঠের ধাড়ে কুবের বসে ভিক্ষে করছিল।


২)নাম- ভগবান দাস

বাক‍্যরচনা- রাস্তার পাশে মন্দিরে  ভগবান জল দিচ্চিল।


৩)নাম- হারাধন ঘোষ।

বাক‍্যরচনা- হারাধন ঘোষের তিন তলা বাড়ি।

(তখন হারাধন কে দেখতে পাইনি,তাই এটাই লিখেছিলাম।)


৪)নাম- যুধিষটির পাল।

বাক‍্যরচনা- যুধিষটির পাল ভদ্রেশর দের গাছে আম চুরি করছিল।


৫)নাম- বক্বার আলি

বাক‍্যরচনা-  আলে দাড়িয়ে বক্বার আলি বকবক করছিল।


৬)নাম- নিশিথ হালদার।

বাক‍্যরচনা- নিশিথের বাবার টচলাইট নিয়ে নিশিথ টচ জালছিল।


৭)নাম- পবন পাত্র

বাক‍্যরচনা-গরমে জলের পাত্রে বসে চান করছিল।


৮)নাম- অলির মা।(অলির মায়ের নাম জানতাম না,তাই )

বাক‍্যরচনা- অলির মা ঐ গলিতে ঢুকে এই গলি দিয়ে বেরোলো


৯)নাম- টেপী (ভালো নাম জানতাম না)

বাক‍্যরচনা- টেপী ভাত খেয়ে পেট ফুলোচ্চিল আর ওর মা বকছিল।


১০)নাম- জলধর তলাপাত্র

বাক‍্যরচনা- জলধর জলভরতে কল টানছিল।


 বাড়ি আসার পথে যা যা দেখেছিলাম সেগুলোই লিখেছিলাম কিন্তু।

পরের দিন এগুলো দেখে মাষ্টার মশাই বলে উঠল "নামের সাথে ইয়ার্কি হচ্ছে? আর এত বানান ভুল কেন😠😠😠?"

কথাটা শেষ হতে না হতেই কষিয়ে থাপ্পড় এসে পড়ল আমার গালে। আমি ধড়ফড়িয়ে উঠলাম।

❤️❤️❤️ SHARE & SUBSCRIBE ❤️❤️❤️

বাছাই করা সেরা দশ হিন্দি ওয়েব সিরিজ

 


এখন ওয়েব সিরিজের রমরমা বাজার। তার মধ্যে বাছাই করা  এমন দশটি ওয়েব সিরিজের কথা বলব যা দর্শকদের টানটান উত্তেজনার মধ্যে রাখবে। প্রতিটি  সিরিজের IMDb র‍্যাঙ্কও চমকপ্রদ।

1) KOTA FACTORY(2019)

    GENRE - Comedy,Drama

    IMDb Rank-9.1/10

অকৃত্রিম ভালোবাসা ও অনুভূতির মিষ্টি গল্প।মাষ্টারমশাই যদি এমন হয় তাহলে সব ছেলে মেয়েরাই পড়াশোনায় ভালো হবেই। অসাধারণ কমেডি সেন্স। বর্তমান কঠিন সময়ে তরতাজা অক্সিজেন।


2) PANCHAYAT (2020-)

    GENRE - Comedy,Drama

    IMDb Rank- 8.8/10

শহরের ছেলে গ্রামের পঞ্চায়েতে চাকরি করতে এসে কি কি সমস্যার মধ্যে পড়ে তার এক মজাদার কাহিনি। আপনার গম্ভীর মুখে হাসি ফোটাবেই। আর শেষের দিকের টুইস্ট টা আপনাকে অপেক্ষায় রাখবে Season-2 এর জন্য।


3) SACRED GAMES (2018-)

GENRE - Action,Crime,Drama

IMDb Rank- 8.7/10

ভারতীয় ওয়েব সিরিজের গডফাদার। কাহিনি এবং চিত্রনাট্য অনবদ্য। নাওয়াজউদ্দিন সিদ্দিকী ও পঙ্কজ ত্রিপাঠী অভিনয় যে কোন উচ্চতায় -সেটা এই ওয়েব সিরিজ দেখলেই বুঝতে পারবেন।


4) SPECIAL OPS (2020)

GENRE - Action, Thriller 

IMDb Rank- 8.6/10

আমার দেখা অন‍্যতম সেরা স্পাই সিরিজ। দুর্দান্ত লোকেশন আর টানটান উত্তেজনায় ভরপুর। কে কে মেননের অভিনয় অসাধারন।


5) THE FAMILY MAN (2019-)

GENRE - Action, Thriller,Drama

IMDb Rank- 8.6/10

একদিকে পরিবার আর একদিকে নিজের দেশ। কাহিনির জমজমাট চিত্রনাট্য। মনোজ বাজপেয়ীর অভিনয় ভুলতে পারবেন না।


6) MIRZAPUR (2018-)

GENRE - Action, Crime, Drama 

IMDb Rank- 8.5/10

আবার পঙ্কজ ত্রিপাঠী। গুরু গম্ভীর মাফিয়া বস। অতি সাধারণ মানুষের  অন্ধকার জগতে প্রবেশ আর জীবনের অন‍্যপথে চলার এক দুর্দান্ত কাহিনি যা আপনাকে চরম বাস্তবের সামনে দাঁড় করাবে।


7) APHARAN (2018)

GENRE - Action, Thriller 

IMDb Rank- 8.4/10

এই সিরিজটার কাহিনি  সবসময় আপনার মস্তিষ্কের সঙ্গে খেলা করবে। অনেক মুভিই দেখেছেন তবে এর মত থ্রিলার মেলা ভার,একদম শেষ মিনিট পর্যন্ত।


8) ASUR: Welcome to the dark side (2020-)

GENRE - Thriller, Crime, Mystery, Drama 

IMDb Rank- 8.4/10

মুন্নাভাইয়ের সার্কিট কে ভুলে যাবেন। আমার মনে হয় আর্শাদ ওয়ারসির সেরা অভিনয় এটাই।একটার পর একটা খুন আর তার রহস্যভেদ। শেষ পর্যন্ত  যে কি হবে এটা ভেবেই কখন সময় চলে যাবে টেরই পাবেন না বলে দিলাম।


9) BREATHE (2018)

GENRE - Thriller, Mystery, Drama

IMDb Rank- 8.4/10

এক পিতা নিজের একমাত্র সন্তান কে বাঁচাতে যে কি করতে পারে- সেটি এই সিরিজটি দেখলেই বুঝতে পারবেন। আর পুলিশ অফিসারের ভূমিকায় অমিত সাধের অসাধারন অভিনয় দেখার মত।


10) CRIMINAL JUSTICE (2019-)

GENRE - Mystery, Crime, Drama

IMDb Rank- (2019-)

একটি খুন। আর তাকে কেন্দ্র করে একটি সাধারণ ছেলের জীবন কি ভাবে পরিবর্তন হয়ে যায়,ভাবলে শিহরিত হতে হয়। বাইরের জগত আর জেলের ভিতরের জগত টা খুব সুন্দর করে ফুটে উঠেছে। জ‍্যাকি শ্রফের অভিনয় আপনাকে  চমকে দেবে। ওকালতির চরিত্রে পঙ্কজ ত্রিপাঠীর অভিনয় অনবদ্য। ভিক্রান্ত মাসি বা মাসে (massey) সমানে টক্কর দিয়ে গেছেন।


💖💖💖 সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন 💖💖💖