Ads

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

মৃত্যু


 আজ দিনটার অনুভূতি একটু অন্যরকমের। মন খারাপের। বিষাদময়। জীবনের এই চিরসত‍্যটার সামনে আমাদের দাঁড়াতে হবে কোনো এক দিন আর সেই অমর সত‍্য হল "মৃত‍্যু"। বেশ কিছু দিন আগে আমার এক নিকট আত্মীয় মারা গেল। বয়স ৩৭-৩৮ হবে। চোখের সামনে তাঁর বাবা মায়ের করুণ আর্তনাদ দেখে পাষাণ হ্রদয় ও কেঁদে ওঠে। আজ আবার এক বন্ধুর শ্বশুরমশাইয়ের শোচনীয়  অবস্থা। সেই বন্ধুর স্ত্রী থেকে শুরু করে আত্মীয়স্বজন -সবার কথা শোনার পরে একটা কথাই মনে হল যে, আমরা খুবই অসহায়। জীবিতকালের সমস্ত উচ্ছ্বাস, আবেগ,চাওয়া পাওয়ার শেষ উপসংহার হল মৃত্যু। মৃত্যুর ঠিক আগের মুহূর্তটা সবার অজ্ঞাত। কোনো নির্দিষ্ট সিলেবাসের অন্তর্গত নয়। জীবনের শেষ প্রান্তে এক নীরব পরীক্ষা। জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেন এক নিঃশব্দ সারাংশ। সারাজীবনের সম্বলটুকুর ভাগীদার অনেকেই। কিন্তু মৃত্যু শুধু "একান্ত আপন"। 

আজ একটা কথা খুবই মনে পড়ছে। এটা আমার লেখার সাথে সাবলীল।


“ মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায় ”


-সমরেশ মজুমদার


২টি মন্তব্য: