Ads

বুধবার, ২৬ আগস্ট, ২০২০

অবাক করা মজার কিছু বাংলা ও ইংরেজি শব্দ

 অবাক করা কিছু বাংলা ও ইংরেজি শব্দ 


আমরা প্রতিদিন কত না কত শব্দের সাথে পরিচিত হচ্ছি। কঠিন সহজ মিশিয়ে শব্দভান্ডার পরিপূর্ণ। এমন কিছু শব্দ আছে যেগুলো বেশ মজাদার। আমার খুবই Interesting লাগল। আপনাদের কেমন লাগে জানাবেন।


১)গৃহগোধা বা গৃহগোধিকা --এর অর্থ "টিকটিকি"।আমার জানা ছিল না। 😄


২) বারন-- শব্দটির মানে "নিষেধাজ্ঞা" কিন্তু অন্য অর্থে "হাতি"ও বোঝায়।


৩)কুশাসন-- কু মানে খারাপ। তাই "অন‍্যায় শাসন"। কিন্তু এর সন্ধি বিচ্ছেদ করলে হয়, কুশ + আসন=কুশাসন।মানে "কুশ (খড়) নির্মিত আসন"।


৪) ধুরন্ধর -- এর আবার  অনেক গল্প। মূল অর্থ ভারবাহক বা ভারবাহী। আদি পর্বে ঘোড়া,হাতি,গাধা ছিল প্রকৃত ধুরন্ধর। তারা মানুষের ভারী বোঝা বহন করত। কিন্তু মানুষ তাদেরকে এই শব্দের ভার বইতে  না দিয়ে নিজের কাঁধে তুলে নিলেন। অসাধারন দক্ষতায়, অনায়াসে যে দায়িত্ব বহন করে সেই "ধুরন্ধর"। এখন অবশ‍্য চতুর, ধড়িবাজ, ঘড়েল হয়ে পড়েন "ধুরন্ধর"।


৫) ভীষমউজ্জ্বললোচনপ্রান🤔-- অন‍্যতম দীর্ঘ শব্দ। এর অর্থ চোখ গুলো জ্বলজ্বল করছে। এছাড়া "নিশীথবনবিলাসিনী", "মীনাক্ষোভাকুলকুবলয়"ও আছে।


এবার আসি ENGLISH এ। কিছু শব্দ বা ফ্রেজ আছে, বেশ মজাদার।



1) COUCH POTATO-- এর অর্থ যে সবসময় TV দেখায় ব‍্যস্ত। ঠিক এমনই MOUSE POTATOও আছে, যার অর্থ হল যিনি COMPUTERএ প্রচুর সময় ব‍্যয় করেন বা কাজ করেন।


2) PANGRAM বলা হয় এমন একটি বাক্যকে যেখানে বর্ণমালার সবকটি অক্ষর বিদ‍্যমান।

উদাহরণ - বিখ্যাত লাইন " THE QUICK BROWN FOX JUMPS OVER A LAZY DOG"।


3) PALINDROME বলা হয় এমন একটি শব্দকে যাকে বাঁম থেকে ডানদিকে  বা ডান থেকে বাঁমদিকে যেভাবেই লেখা হোক না কেন কোনো পরিবর্তন হয় না।

উদাহরণ - MADAM


4)ISOGRAM এমনই একটি শব্দ বা ফ্রেজ যেখানে প্রতিটি বর্ণ সমান সংখ্যক বার ব‍্যবহৃত হয়।

উদাহরণ - DIALOGUE, এখানে প্রতিটি বর্ণ একবার করে ব‍্যবহৃত হয়েছে। DIALOGUE আবার ৫ টি VOWEL দিয়ে তৈরি শব্দও বটে।


5)PNEUMONOULTRAMICROSCOPICSILICOVOLCANOCONIOSIS হল ENGLISH ভাষার দীর্ঘতম শব্দ।😤

সূত্র - Camil Terner



❤️❤️❤️ PRESS BELL ICON & SUBSCRIBE ❤️❤️❤️

১৮টি মন্তব্য:

  1. মনের অজানা অচেনা শব্দগুচ্ছ।

    অসাধারণ👌

    উত্তরমুছুন
  2. উত্তরগুলি
    1. একদম।
      💖এরকম আরো জানতে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন 💖

      মুছুন