Ads

রবিবার, ২৩ আগস্ট, ২০২০

কিছু কথা

2020 এর শুরুটাই এলোমেলো।করোনা র থাবায় পৃথিবী এক গভীর  অসুখে ভুগছে।সবাই বাঁচার জন্য লড়ছে। কোনো না কোনো ভাবে আমাদের কে উঠে দাড়াতে হবে। আজ আর art of living এর কাজ নয়।কঠিন বাস্তব এটা।অনেকেই কাজ হারিয়েছে।কত প্রান চলে গেছে।সব মিলিয়ে চোখে জল আনা পরিস্থিতি। তার উপর আমফান ঝড়ের নৃত্য। বাংলার ভয়াবহ অবস্থা। প্রতিটি পরিবার প্রভাবিত। রাস্তায় গাড়ি নেই।হাতে কাজ নেই।মুখে ভাত নেই।রেশনের লাইন আর শেষ হয় না। ত্রাণের জন‍্য হাজার হাজার হাতের মিছিল। আট থেকে আশি সবাই। মনে হয় মানুষ হয়ে জন্মানো টা অপরাধ। 
এসবের মধ্যে সময় আমাদের বাঁচতে শেখায়। আমরা এই সময় কে অতীত করতে চাই। সবাই সবার নিজের মতো করে এই দুঃসময়কে কাটিয়ে  উঠুক। ঈশ্বর সবাই কে সেই শক্তি দিক।
সবাইকে সঙ্গী করে আমি আমার প্রথম  #blog টা লিখলাম। সুখদুঃখ,হাসি কান্নার আর অবশ্যই কিছু করার অঙ্গীকার নিয়ে আমার জমজমাট Zom ZOMAT শুরু করলাম। 

৩টি মন্তব্য: