Ads

রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

সরকারের দেওয়া ৫০,০০০ টাকা কোথায় কোথায় খরচ: কলকাতা হাইকোর্ট

 


রাজ্য সরকারের পক্ষ থেকে পুজো কমিটি গুলোকে ৫০,০০০ টাকা দেওয়া নিয়ে kolkata High court  রায় দিল।



১) 


আদালতের নির্দেশ,সাব ডিভিশন অফিসার দের কাছে utilization certificate (ভাউচার সহ কোন খাতে খরচ) জমা দিতে হবে পুজোকমিটিকে।




২)


 অনুদানের ২৫% অর্থাৎ ১২,৫০০ টাকা খরচ করতে হবে পুলিশ 😎 ও সামাজিক খাতে।



৩)


 বাকি ৭৫% অর্থাৎ ৩৭,৫০০ টাকায় কিনতে হবে সানিটাইজার ও মাস্ক। রাখতে হবে রসিদ। 



৪) 


পুজোকমিটিগুলো যাতে অন্যত্র খরচ না করতে পারে , সেজন্য ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে।কোন খাতে কত টাকা খরচ করবে তাদেরকে জানিয়ে রাখতে হবে। সঙ্গে রাখতে হবে খরচের ভাউচারও।


৫)


 প্রসঙ্গত, রাজ্য সরকার পুজোকমিটি গুলোকে ৫০,০০০ টাকা দেওয়ার ঘোষণা করেছিল। আর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন সিটু নেতা সৌরভ দত্ত।

৬)


যাই হোক সবাই সাবধানে থাকবেন। ভিড় এড়িয়ে চলবেন। সবাইকে নিয়ে আনন্দ করুন। এখন সবাইকেই সবার পাশে দাঁড়ানো দরকার। দুর্গাপুজোর প্রেম প্রীতি ও ভালবাসা রইল।

বর্তমানে যা অবস্থা তাতে এই টাকা যদি অন্য খাতে খরচ করা হত তাহলে  সামাজিক দায়িত্বের পাশাপাশি মানবিকতারও নিদর্শন হয়ে থাকতো- অনেকেরই এমন ধারনা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন