Ads

শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

গানটা চাপা কান্নার বহিঃপ্রকাশ


ভেবেছিলাম এর গান আর শুনবো না,অহংবোধ টা পতনের কারণ না হয়ে দাঁড়ায়। হয়েওছিল অনেকটা। জানি না ভবিষ্যতে কি হবে। মানুষ হিসেবে কতটা পরিবর্তন হলো সেটা জানি না, তবে এই মুহূর্তে যে গানটা গাইলো তাতে ও নিজের অপমান, দুঃখ,বেদনা, অভিমান সব নিংড়ে দিল
আপনাদের কেমন লাগলো?
 

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

১০ টি মজার ও মন ভালো করার মতো ছবি



১)❤️ সংসারের সুখ,দুঃখ,হাসিকান্না নিয়েই জীবন ❤️




২) অস্বাভাবিক বলে কিছু আছে ,আবার নেই,😀😀😀



৩) 😱😱😱 চরম এডিটিং,😱😱😱






৪) 🙏🙏🙏অন্য লেভেলের আর্ট🙏🙏🙏





৫) 💝💝💝 বন্ধু একেই বলে💝💝💝




৬) 👍👍👍 উল্টে পাল্টে দেখে নিন 👍👍👍




৭) 💯💯💯 দুনিয়ায় বড় শক্তি মা 💯💯💯





৮) 😂😂😂 এভাবে অপমান করা ভালো না 😂😂😂





৯) 👰👰👰 আজ আমার বিয়ে 👰👰👰



শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

আমারা সবাই ভিখারি তাই apply করেছি

চারিদিকে যেভাবে দুর্নীতি বেড়ে চলেছে তাতে কদিন পরেই হয়ত এভাবেই আবেদন করবে (সবাই নয়,যাদের সব থাকতেও নিঃস্ব বলে দাবি করে অসহায়দের নিঃস্ব করে)



কলকাতার ভিখারিদের পুনর্বাসনে কেন্দ্রীয় প্রকল্প ঘিরে সন্দেহের মেঘ দেখা দিয়েছে রাজ্যে। দোটানায় শাসকদল। ভিখারিদের জন্য নতুন প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্রীয় সামাজিক ন্যায় মন্ত্রক। কি আছে এই প্রকল্পে? দেখে নিন..... 

 ১) 📝 প্রথম পর্যায়ে দেশের মোট ১০টি শহরকে ভিখারিমুক্ত করার লক্ষ্য রয়েছে। শহর গুলি হল দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, নাগপুর, পাটনা, লখনউ এবং ইন্দোর। 

 ২) 📝 প্রকল্পের মোট খরচের ৬০% কেন্দ্র দেবে ও বাকি ৪০% দিতে হবে রাজ্যকে। 

 ৩) 📝 বড় বড় শহরে ভিখারিদের নিখরচায় খাবারের ব্যবস্থা করা এবং তার জন্য ফিডিং সেন্টার চালু করতে হবে।



 ৪) 📝 সব চেয়ে বড় কথা ভিখারিদের চিহ্নিতকরণ করতে হবে। চিহ্নিতকরণ করে তাঁদের জন্য বাসস্থান নির্মাণ করার ভাবনা-চিন্তা রয়েছে। 

 ৫) 📝 সাধারণ শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মধ্যদিয়ে বিভিন্ন কাজে যুক্ত করার পরিকল্পনা হয়েছে। 


এই পর্যন্ত ঠিক আছে বা ছিল, কিন্তু সমস্যা হল অন্য জায়গায়। 

করোনার মধ্যেই এই বিষয়ে কলকাতা পুরসভাকে চিঠি মারফত জানিয়েছে কেন্দ্রীয় আধিকারিকরা। ক'দিন আগে কলকাতার পুর-কমিশনারের সঙ্গে ভিডিও কনফারেন্সও করেছেন তাঁরা। 

আর গন্ডগোল এখানেই, মূল কথা "ভোট বড় বালাই"। সামনে বিধানসভা ভোট, তাই ব্যাপারটাকে অন্য চোখেই দেখছে রাজ্যের শাসকদল।

 
🤔🤔Confusion-1🤔🤔 

এই প্রকল্পে রাজি হলে এটা প্রমাণ হবে যে কত মানুষ পেটের জ্বালায় কলকাতা শহরে ভিক্ষাবৃত্তি করছেন আর সেটা রাজ্যের ভাবমূর্তির নষ্ট করতে পারে।  


🤔🤔Confusion-2🤔🤔 

বিধানসভার ভোটে এটাকে হাতিয়ার করে প্রচার চালাতে পারে বিজেপি। 


 🤔🤔Confusion-3🤔🤔 
একাংশ আবার মনে করছেন, এই প্রকল্প ফিরিয়ে দিলে ভবিষ্যতে ভিখারি পুনর্বাসন খাতে আর টাকা পাওয়া যাবে না আর অন্য দিকে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলতে পারে বিজেপি ঠিক যেমনটি হয়েছিল আয়ুষ্মান ভারতের মতো ক্ষেত্রে। আর এখানেই দোটানায় পুরকর্তারা। 






কেন্দ্রীয় ভিখারি নির্মূলীকরণ প্রকল্পে পুরসভা অংশ নেবে কি না, সেই প্রশ্নের জবাব অবশ্য এড়িয়ে গিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর মতে, ভিখারিদের জন্য কলকাতা শহরে অনেকগুলি আরবান শেল্টার ইতিমধ্যেই হয়েছে। কিছু ভিখারি আছে তাঁদের বিষয়ে পুরসভার কাছে তথ্য নেই। শহরে ভিখারিদের সঠিক সংখ্যা জানার জন্য সমীক্ষাও করা হবে। তাঁর মতে, কেন্দ্র এমনিতেই কোনও টাকা দেয় না আর কবে টাকা দেবে সেই আশায় তাঁরা বসে নেই। 


  প্রসঙ্গত, হায়দরাবাদ, পাটনা এবং ইন্দোরে এই প্রকল্পের খসড়া রিপোর্ট কেন্দ্রের কাছে ইতিমধ্যে জমা পড়েছে। তার ভিত্তিতে কেন্দ্র অর্থ বরাদ্দও করেছে। বাকিদের থেকে এখনও সাড়া মেলেনি। আপনার বক্তব্য কি??? কমেন্ট করুন। ❤️❤️❤️

সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

পুজো মন্ডপে NO ENTRY


 এবার রাজ্যের সমস্ত পুজো মন্ডপ কে "নো-এন্ট্রি" ঘোষণা করল কলকাতা হাইকোর্ট।

বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, 

কি কি নিয়ম কানুন মানতে হবে দেখে নিন।

১)প্রতিদিন 25 জন উপস্থিত থাকবে,তারা অবশ্যই মন্ডপের পরিচালন কমিটির মধ্যে হবে।

তাঁদের নামের List আগে থেকে জানিয়ে রাখতে হবে এবং প্যান্ডেলে ঝুলিয়ে রাখতে হবে।


২)


প্যান্ডেলে Self-Distance বজায় রাখতে হবে। মানে,ছোটো প্যান্ডেলে আর বড় প্যান্ডেলে যথাক্রমে ৫ মিটার ও ১০ মিটারের লক্ষণরেখা থাকবে। এর মধ্যে কেউ ঢুকতে পারবে না। ব্যারিকেড দেওয়া থাকবে। দূর থেকে "মা" কে দর্শন করতে হবে।


৩) হাইকোর্টের নির্দেশ পালন করা হয়েছে কি না সেব্যাপারে রাজ্য পুলিশের DG এবং কোলকাতা পুলিশের CP কে রিপোর্ট পেশ করতে হবে। লক্ষী পুজোর ৪ দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে।

এই সংক্রান্ত মামলায় এর আগে হাইকোর্ট  জানায়, "প্রতিটি প্যান্ডেল কনটেনমেন্ট জ়োন হোক ৷ প্যান্ডেলে ঢুকবে শুধু এলাকারই কিছু লোকজন ও নিমন্ত্রিত দর্শনার্থীরা।"


৪)


দ্বিতীয়া থেকেই ভিড়। Social Media থেকে শুরু করে পত্র-পত্রিকায় দেখা যাচ্ছে যথেষ্ট ভিড় হচ্ছে মন্ডপে।মামলার শুনানিতে এই উদাহরণ টেনে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য,"এই ছবি অত্যন্ত ভয়ের। কোরোনা ভাইরাস প্রতিরোধে ও ভিড় নিয়ন্ত্রণে রাজ্যের গাইডলাইন রয়েছে খুব ভালো। কিন্তু তা বাস্তবায়ন করার কোন সদিচ্ছা দেখতে পাওয়া যাচ্ছে না।"


৫)

তিনি আরও বলেন,"এবছরই মুম্বইয়ে গণেশ চতুর্থীতে শোভাযাত্রার অনুমোদন দেওয়া হয়নি৷ কেরালায় 'ওনাম' উৎসবের পর সেখানে সংক্রমণ ভয়ংকরভাবে বেড়ে গিয়েছে।" 

৬) রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে,পুজোয় ৩০ হাজার পুলিশের ব্যবস্থা করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়ানো হবে। যদিও আদালত এতে বিস্ময় প্রকাশ করে বলেছে, "লাখ লাখ মানুষকে সামলাতে মাত্র 30 হাজার পুলিশ!"

ভিড় সামলাতে রাজ্যের স্বরাষ্ট্র সচিব, মুখ্যসচিবের কী ব্যবস্থা নেওয়া দরকার তার ব্লু-প্রিন্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও রাজ্যের তরফে তা আদালতকে আজ জানানো হয়নি ৷


❤️❤️❤️আপনার মন্তব্য যোগ করুন❤️❤️❤️

রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

সরকারের দেওয়া ৫০,০০০ টাকা কোথায় কোথায় খরচ: কলকাতা হাইকোর্ট

 


রাজ্য সরকারের পক্ষ থেকে পুজো কমিটি গুলোকে ৫০,০০০ টাকা দেওয়া নিয়ে kolkata High court  রায় দিল।



১) 


আদালতের নির্দেশ,সাব ডিভিশন অফিসার দের কাছে utilization certificate (ভাউচার সহ কোন খাতে খরচ) জমা দিতে হবে পুজোকমিটিকে।




২)


 অনুদানের ২৫% অর্থাৎ ১২,৫০০ টাকা খরচ করতে হবে পুলিশ 😎 ও সামাজিক খাতে।



৩)


 বাকি ৭৫% অর্থাৎ ৩৭,৫০০ টাকায় কিনতে হবে সানিটাইজার ও মাস্ক। রাখতে হবে রসিদ। 



৪) 


পুজোকমিটিগুলো যাতে অন্যত্র খরচ না করতে পারে , সেজন্য ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে।কোন খাতে কত টাকা খরচ করবে তাদেরকে জানিয়ে রাখতে হবে। সঙ্গে রাখতে হবে খরচের ভাউচারও।


৫)


 প্রসঙ্গত, রাজ্য সরকার পুজোকমিটি গুলোকে ৫০,০০০ টাকা দেওয়ার ঘোষণা করেছিল। আর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন সিটু নেতা সৌরভ দত্ত।

৬)


যাই হোক সবাই সাবধানে থাকবেন। ভিড় এড়িয়ে চলবেন। সবাইকে নিয়ে আনন্দ করুন। এখন সবাইকেই সবার পাশে দাঁড়ানো দরকার। দুর্গাপুজোর প্রেম প্রীতি ও ভালবাসা রইল।

বর্তমানে যা অবস্থা তাতে এই টাকা যদি অন্য খাতে খরচ করা হত তাহলে  সামাজিক দায়িত্বের পাশাপাশি মানবিকতারও নিদর্শন হয়ে থাকতো- অনেকেরই এমন ধারনা।


শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

মৃত্যু


 আজ দিনটার অনুভূতি একটু অন্যরকমের। মন খারাপের। বিষাদময়। জীবনের এই চিরসত‍্যটার সামনে আমাদের দাঁড়াতে হবে কোনো এক দিন আর সেই অমর সত‍্য হল "মৃত‍্যু"। বেশ কিছু দিন আগে আমার এক নিকট আত্মীয় মারা গেল। বয়স ৩৭-৩৮ হবে। চোখের সামনে তাঁর বাবা মায়ের করুণ আর্তনাদ দেখে পাষাণ হ্রদয় ও কেঁদে ওঠে। আজ আবার এক বন্ধুর শ্বশুরমশাইয়ের শোচনীয়  অবস্থা। সেই বন্ধুর স্ত্রী থেকে শুরু করে আত্মীয়স্বজন -সবার কথা শোনার পরে একটা কথাই মনে হল যে, আমরা খুবই অসহায়। জীবিতকালের সমস্ত উচ্ছ্বাস, আবেগ,চাওয়া পাওয়ার শেষ উপসংহার হল মৃত্যু। মৃত্যুর ঠিক আগের মুহূর্তটা সবার অজ্ঞাত। কোনো নির্দিষ্ট সিলেবাসের অন্তর্গত নয়। জীবনের শেষ প্রান্তে এক নীরব পরীক্ষা। জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেন এক নিঃশব্দ সারাংশ। সারাজীবনের সম্বলটুকুর ভাগীদার অনেকেই। কিন্তু মৃত্যু শুধু "একান্ত আপন"। 

আজ একটা কথা খুবই মনে পড়ছে। এটা আমার লেখার সাথে সাবলীল।


“ মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায় ”


-সমরেশ মজুমদার


মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

নাম দিয়া কাম ?

 ধড়ফড় করে বিছানা ছেড়ে উঠে বসলাম। কপাল ঘেমে উঠেছে। ঢকঢক করে জল খেয়ে একটু স্বস্তি পেলাম এবং বোধোদয় হল  এতক্ষণে যে আমি স্বপ্ন দেখছিলাম।

কি দেখেছিলাম? না মনে হয় খেয়েছিলাম। চড়!!! স্বপ্নে চড় খেয়েছ কোনদিন? 

আমি খেয়েছি। আমার প্রাইমারি স্কুলের শিক্ষক স্বপ্নে আমাকে মেরে গেলেন।

পড়া পারিনি বলে আমাকে পরের দিনের জন্য একটা হোম ওয়ার্ক দিয়েছিল। হোম ওয়ার্ক টা হল আমি স্কুল থেকে বাড়ি ফেরার পথে যতজন মানুষকে দেখবো তাদের সম্পর্কে  এক-দু লাইন লিখতে হবে নামসহ। মানে নাম সহ বাক‍্যরচনা ( তখন ক্লাস ফোর )


পরের দিন লিখে নিয়ে গেলাম। লেখা টা এমনই ছিল।


১) নাম- কুবের শেখ

বাক‍্যরচনা- আমাদের ইস্কুল মাঠের ধাড়ে কুবের বসে ভিক্ষে করছিল।


২)নাম- ভগবান দাস

বাক‍্যরচনা- রাস্তার পাশে মন্দিরে  ভগবান জল দিচ্চিল।


৩)নাম- হারাধন ঘোষ।

বাক‍্যরচনা- হারাধন ঘোষের তিন তলা বাড়ি।

(তখন হারাধন কে দেখতে পাইনি,তাই এটাই লিখেছিলাম।)


৪)নাম- যুধিষটির পাল।

বাক‍্যরচনা- যুধিষটির পাল ভদ্রেশর দের গাছে আম চুরি করছিল।


৫)নাম- বক্বার আলি

বাক‍্যরচনা-  আলে দাড়িয়ে বক্বার আলি বকবক করছিল।


৬)নাম- নিশিথ হালদার।

বাক‍্যরচনা- নিশিথের বাবার টচলাইট নিয়ে নিশিথ টচ জালছিল।


৭)নাম- পবন পাত্র

বাক‍্যরচনা-গরমে জলের পাত্রে বসে চান করছিল।


৮)নাম- অলির মা।(অলির মায়ের নাম জানতাম না,তাই )

বাক‍্যরচনা- অলির মা ঐ গলিতে ঢুকে এই গলি দিয়ে বেরোলো


৯)নাম- টেপী (ভালো নাম জানতাম না)

বাক‍্যরচনা- টেপী ভাত খেয়ে পেট ফুলোচ্চিল আর ওর মা বকছিল।


১০)নাম- জলধর তলাপাত্র

বাক‍্যরচনা- জলধর জলভরতে কল টানছিল।


 বাড়ি আসার পথে যা যা দেখেছিলাম সেগুলোই লিখেছিলাম কিন্তু।

পরের দিন এগুলো দেখে মাষ্টার মশাই বলে উঠল "নামের সাথে ইয়ার্কি হচ্ছে? আর এত বানান ভুল কেন😠😠😠?"

কথাটা শেষ হতে না হতেই কষিয়ে থাপ্পড় এসে পড়ল আমার গালে। আমি ধড়ফড়িয়ে উঠলাম।

❤️❤️❤️ SHARE & SUBSCRIBE ❤️❤️❤️

বাছাই করা সেরা দশ হিন্দি ওয়েব সিরিজ

 


এখন ওয়েব সিরিজের রমরমা বাজার। তার মধ্যে বাছাই করা  এমন দশটি ওয়েব সিরিজের কথা বলব যা দর্শকদের টানটান উত্তেজনার মধ্যে রাখবে। প্রতিটি  সিরিজের IMDb র‍্যাঙ্কও চমকপ্রদ।

1) KOTA FACTORY(2019)

    GENRE - Comedy,Drama

    IMDb Rank-9.1/10

অকৃত্রিম ভালোবাসা ও অনুভূতির মিষ্টি গল্প।মাষ্টারমশাই যদি এমন হয় তাহলে সব ছেলে মেয়েরাই পড়াশোনায় ভালো হবেই। অসাধারণ কমেডি সেন্স। বর্তমান কঠিন সময়ে তরতাজা অক্সিজেন।


2) PANCHAYAT (2020-)

    GENRE - Comedy,Drama

    IMDb Rank- 8.8/10

শহরের ছেলে গ্রামের পঞ্চায়েতে চাকরি করতে এসে কি কি সমস্যার মধ্যে পড়ে তার এক মজাদার কাহিনি। আপনার গম্ভীর মুখে হাসি ফোটাবেই। আর শেষের দিকের টুইস্ট টা আপনাকে অপেক্ষায় রাখবে Season-2 এর জন্য।


3) SACRED GAMES (2018-)

GENRE - Action,Crime,Drama

IMDb Rank- 8.7/10

ভারতীয় ওয়েব সিরিজের গডফাদার। কাহিনি এবং চিত্রনাট্য অনবদ্য। নাওয়াজউদ্দিন সিদ্দিকী ও পঙ্কজ ত্রিপাঠী অভিনয় যে কোন উচ্চতায় -সেটা এই ওয়েব সিরিজ দেখলেই বুঝতে পারবেন।


4) SPECIAL OPS (2020)

GENRE - Action, Thriller 

IMDb Rank- 8.6/10

আমার দেখা অন‍্যতম সেরা স্পাই সিরিজ। দুর্দান্ত লোকেশন আর টানটান উত্তেজনায় ভরপুর। কে কে মেননের অভিনয় অসাধারন।


5) THE FAMILY MAN (2019-)

GENRE - Action, Thriller,Drama

IMDb Rank- 8.6/10

একদিকে পরিবার আর একদিকে নিজের দেশ। কাহিনির জমজমাট চিত্রনাট্য। মনোজ বাজপেয়ীর অভিনয় ভুলতে পারবেন না।


6) MIRZAPUR (2018-)

GENRE - Action, Crime, Drama 

IMDb Rank- 8.5/10

আবার পঙ্কজ ত্রিপাঠী। গুরু গম্ভীর মাফিয়া বস। অতি সাধারণ মানুষের  অন্ধকার জগতে প্রবেশ আর জীবনের অন‍্যপথে চলার এক দুর্দান্ত কাহিনি যা আপনাকে চরম বাস্তবের সামনে দাঁড় করাবে।


7) APHARAN (2018)

GENRE - Action, Thriller 

IMDb Rank- 8.4/10

এই সিরিজটার কাহিনি  সবসময় আপনার মস্তিষ্কের সঙ্গে খেলা করবে। অনেক মুভিই দেখেছেন তবে এর মত থ্রিলার মেলা ভার,একদম শেষ মিনিট পর্যন্ত।


8) ASUR: Welcome to the dark side (2020-)

GENRE - Thriller, Crime, Mystery, Drama 

IMDb Rank- 8.4/10

মুন্নাভাইয়ের সার্কিট কে ভুলে যাবেন। আমার মনে হয় আর্শাদ ওয়ারসির সেরা অভিনয় এটাই।একটার পর একটা খুন আর তার রহস্যভেদ। শেষ পর্যন্ত  যে কি হবে এটা ভেবেই কখন সময় চলে যাবে টেরই পাবেন না বলে দিলাম।


9) BREATHE (2018)

GENRE - Thriller, Mystery, Drama

IMDb Rank- 8.4/10

এক পিতা নিজের একমাত্র সন্তান কে বাঁচাতে যে কি করতে পারে- সেটি এই সিরিজটি দেখলেই বুঝতে পারবেন। আর পুলিশ অফিসারের ভূমিকায় অমিত সাধের অসাধারন অভিনয় দেখার মত।


10) CRIMINAL JUSTICE (2019-)

GENRE - Mystery, Crime, Drama

IMDb Rank- (2019-)

একটি খুন। আর তাকে কেন্দ্র করে একটি সাধারণ ছেলের জীবন কি ভাবে পরিবর্তন হয়ে যায়,ভাবলে শিহরিত হতে হয়। বাইরের জগত আর জেলের ভিতরের জগত টা খুব সুন্দর করে ফুটে উঠেছে। জ‍্যাকি শ্রফের অভিনয় আপনাকে  চমকে দেবে। ওকালতির চরিত্রে পঙ্কজ ত্রিপাঠীর অভিনয় অনবদ্য। ভিক্রান্ত মাসি বা মাসে (massey) সমানে টক্কর দিয়ে গেছেন।


💖💖💖 সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন 💖💖💖

সোমবার, ৩১ আগস্ট, ২০২০

🙂 অবাক ও মজার সাত ঘটনা 🙂

 আজ এমন ৭টি মজার বা অবাক করার কিছু  ঘটনা আপনাদের কাছে শেয়ার করলাম।


কেমন হল অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন 🙂🙂🙂


চলুন, শুরু করা যাক।


১) 


পৃথিবীতে অনেক দেশ আছে। তাদের কিছু নাম আমরা জানি।"The Gambia" আর "The Bahamas" এমন দুটি দেশ যাদের নামের আগে "The" কথাটি জুড়তেই হবে। আমাদের দেশের নাম India, কিন্তু The India নয়। বাকিটা Google Search করুন। বুঝতে পারবেন।😀😀😀


২) 


আমেরিকার সুপ্রিম কোর্টের যে বিল্ডিং তার একদম উপরতলায় একটি বাস্কেট বল খেলার জায়গা আছে। The Highest Court in The Land নামে বিখ্যাত।


৩) 


সুইজারল্যান্ডের বিজ্ঞান দিবস কবে পালিত হয়?

উত্তর:- ২৬শে মে। 

কারন কি জানেন? ২০০৬ সালে ২৬শে মে, এই দিনে তৎকালীন ভারতের রাষ্ট্রপতি ডঃ এ পি জে আব্দুল কালাম ঐ দেশে Visit করেছিলেন। আর ঐ দিনটিকে স্বরণীয় রাখতে এই ব‍্যবস্থা। সত‍্যিই, ভারতীয় হয়ে গর্বের দিন।💖💖💖


৪)


 দেখতে বড় বা  দৈর্ঘ্যে বড় এমন অনেক শব্দ আমরা মাঝে মাঝে দেখি। এগুলো পড়তে অনেকেই অসুবিধা বোধ করেন। এক কথায় "Fear of Long Word"।এরকম শব্দকে কি বলে জানেন? উত্তর হল

Hippopotomonstrosesquippedaliophobia. 

ভাবতে পারেন??? উচ্চারণ টা আপনাদের উপর ছেড়ে দিলাম।

🤔🤔🤔

৫) এনাকে চিনে রাখুন।



আজকাল জার্মানিতেও ক্রিকেট খেলা হচ্ছে। তাদের জাতীয় মহিলা ক্রিকেট টিমের Captain হলেন এক ভারতীয়।নাম অনুরাধা দোড্ডবল্লপুর। টি-২০টিতে ৪বলে ৪ টি উইকেট নেওয়ার রেকর্ড আছে। ইনি আবার কার্ডিও ভাস্কুলার বিজ্ঞানী। বতর্মানে ফ্রাঙ্কফুর্টে গবেষণার পাশাপাশি ক্রিকেট খেলাও চালিয়ে যাচ্ছেন।🙏🙏🙏


৬) ধরুন আপনি নিউজিল্যান্ডে থাকেন। কেউ যদি বলে নিউজিল্যান্ডের কোথায় থাকেন আর আপনি যদি বলেন 



Taumatawhakatangihangakoauauotamateaturipukakapikimaungahoronukupokaiwhenuakitanatahu তে থাকি। তাহলে সে দ্বিতীয় বার আর জিজ্ঞাসা করবে না এটুকু গ‍্যারান্টি।😱😱😱


৭)


 উত্তরপ্রদেশের জৌনপুর জেলার  একটি ছোট্ট গ্রাম হল মাধোপট্টি।৭৫টি পরিবারের বাস। এরমধ্যে ৪৭টি পরিবারের কোনো না কোনো সদস্য একজন IAS অফিসার। আর বাকিদের কেউ ISRO, কেউ ভাবা এটোমিক রিসার্চ সেন্টারে কর্মরত।

ভাবছি একবার ঘুরতে যাব। কিভাবে পড়াশোনা করে একবার দেখে আসব।🙋‍♂️🙋‍♂️🙋‍♂️



❤️❤️❤️ PLEASE SHARE & SUBSCRIBE ❤️❤️❤️


❤️❤️❤️ PLEASE SHARE & SUBSCRIBE ❤️❤️❤️

রবিবার, ৩০ আগস্ট, ২০২০

জীবনের সময়জ্ঞান

সময় চলমান আর জীবন বহমান। সময়ের সাথে জীবনের সম্পর্ক বড়ই ধাঁধার। গ্রাফ ওঠা নামা করে। ছোটবেলায় মনে হয় কখন বড় হব? আর বড় হয়ে গেলে আবার শৈশবে ফিরে যেতে ইচ্ছে হয়। এরপর যত সময় এগিয়ে চলে ততই স্মৃতির ঝুলি ভরে ওঠে।

একটা সময় আসে সেগুলো নিয়মিত মনেও পড়ে। এখানেই সময় এগিয়ে জীবনের থেকে। আপনার আর নতুন করে কিছু করা হয়না। আপনার জায়গায় আবার এক নতুন প্রজন্ম। সময় আর জীবনের রূপান্তর ঘটে। আমরা ক্ষণজীবী আর সময় পুরো বিশ্বসংসারের অভিভাবক।


ক্ষণিকের জীবন হলেও অনেক কিছুই ঘটে যায়। জীবনের প্রাপ্তি বলতে সহজ কথায় "সারা জীবন কি করলাম?" বিশ্বের মহান কর্মযজ্ঞে সামিল হয়ে অমর হয়ে আছে মহামানব-মানবী রা। তাঁদের জীবনী সংক্ষিপ্ত হলেও সেই ক্ষণজীবী মানুষই তাকে ভুলতে দেয়নি আর দেবেনও না।


প্রজন্ম ভুলতে বসলে আগামী ভবিষ্যত কি হবে তা সহজেই অনুমান করা যায়।নিত্যনতুন সৃষ্টি হল পুরাতন গবেষণার ফল। ধারনা পাল্টাতে পারে কিন্তু  তার উপকরণ অতীতের কঠিন প্রাচীরের উপর দাঁড়িয়ে। আর এই উপলব্ধি করাটাই হল জীবনের সার্থকতা।


বিবিধ বিবেচনা ও বিশ্লষনে আমার আপনার জীবন জর্জরিত। কেউ গভীরক্ষত নিয়ে মালা গেঁথে আছে আর কেউ গৌরবময় জীবনের রস আস্বাদন করছে। গভীরক্ষত টাও কষ্টের আর গৌরবময়  জীবন উত্থানের অতীতটাও কষ্টের। কিন্তু দুটোই ভিন্নধর্মী  


❤️❤️❤️ Subscribe, comments & share ❤️❤️❤️


❤️❤️❤️ Subscribe, comments & share ❤️❤️❤️

শনিবার, ২৯ আগস্ট, ২০২০

Hollywood Top Action Movie 2020 in Hindi Dubbed

Here is a list of some great action movies. Full packed combination of thriller, mystery, sci-fi, adventure with action. Let's get started.


My Favorite Top 7 Action Movie List (2020):-

7).  THE RHYTHM
 SECTION     



      Genre - action,thriller, mystery
      IMDb rating - 5.2/10

6).  BLOODSHOT



      Genre - action,sci-fi
      IMDb rating - 5.7/10

5).  PROJECT POWER



      Genre - action, thriller, crime,sci-fi
      IMDb rating - 6/10

4).  SONIC THE HEDGEHOG



       Genre - action, adventure, crime,sci-fi
       IMDb rating - 6.6/10

3).  BAD BOYS FOR LIFE



      Genre - action, thriller, crime
      IMDb rating - 6.6/10

2).  THE OLD GUARD



      Genre - action, thriller
      IMDb rating - 6.7/10

1).  EXTRACTION



      Genre - action
      IMDb rating - 6.7/10

      ❤️❤️❤️ COMMENTS, SUBSCRIBE & SHARE ❤️❤️❤️
      ❤️❤️❤️ COMMENTS, SUBSCRIBE & SHARE ❤️❤️❤️